সাদা কালো - Original Bengali Poetry


আমি আছি ভালোই,
তবে ঐ সাদায় কালোয় ।
যদি ব্যাস্ততায় একটু সময় পাও,
তবে ঐ বসন্তের রঙে রাঙিয়ে দিয়ে যাও।


একটুখানি–
জানি ,এখন অন্য স্বামী ,অন্য ঘর।
তাই বলে আমি তো নই  পর
ভালোবাসা আজও নিরেট
সময় শুধু গেছে।
পাল্টেছে দিন,
 রঙিন মন , আজ সাদায় কালোয় বাঁচে।

Post a Comment

2 Comments