ভালোবাসা
অপ্রত্যাশিত ভাবে হল দেখা
কফি হাউজের সামনে
সেই নীল রঙের কুর্তি পরে
চোখে সানগ্লাস।
চেহারায় আভিজাত্যের ছোঁয়া লেগেছে।
চোখে চোখ পড়তেই
হেসে বললাম - ভালো আছো?
দ্বিধান্বিত হয়ে বললে -
কে আপনি ?
বছর দশেক পর
হ্যাঁ , ঠিক দশ বছর পর
তোমায় দেখলাম
জানো ,
আজও সুঠামদেহী , সুপুরুষ তুমি।
আজও একবার তোমার
আঙুল ছুঁতে খুব ইচ্ছে করে।
ইচ্ছে করে, তোমায় দু'চোখ ভরে
সারাটা দিন ভরে দেখি,
শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে
তোমার উষ্ণতার ছোঁয়া পেতে,
তোমার নিঃশ্বাস গাঁয়ে মাখতে।
কিন্তু , ইচ্ছে গুলো আজ
বাস্তবতার কারাগারে বন্দি।
আমি অপারগ।
দিন শেষে তুমিই জয়ী।
0 Comments