Bengali Short Poetry
আবার দেখা হল আমাদের
এক অলস দুপুরে ,
যখন পাখিরাও ডাকতে ভূলে যায়।
দু হাতে দুটো ভারী ব্যাগ নিয়ে,
ক্লান্ত আমি ট্রামলাইন ধরে এগিয়ে চলেছি ।
পেছনে ফেলে এসেছি বড়বাজার।
গন্তব্য ধর্মতলা।
তোমার চকচকে মার্সিডিজ গাড়ির হর্নে
চমকে উঠলাম আমি।
ঘুরে তাকালাম , দেখলাম , তোমায়।
তুমি তখন বিব্রত ভীষণ,
ভাবনা গুলো জট পাকিয়ে গেছে
হাসি মুখটা হঠাৎ পানসে হয়ে গেল।
চোখের কোনে একফোঁটা জল
দুপুরের রোদ্দুরে চিকচিক করছে।
তোমার পাশে বসে তোমার প্রিয়জন,
তোমার স্বামী।
যাকে প্রয়োজনে সাতপাকে বেঁধেছিলে।
একটা বিশ্রী গালি ভেসে এল।
আর তুমি , হয়ত নীরব ছিলে।
হয়তোবা নিজেকে ধিক্কার দিয়েছিলে।
কোনও একদিন আমার হাতে হাত রেখেছিলে বলে।
হয়তো …..!
সরে এলাম ফুটপাতে।
তুমি এগিয়ে চললে গন্তব্যে।
এভাবেই দিন কাটে , বছর গড়িয়ে যায়
সময়ের ব্যাস্ততা বাড়ে
তবুও ভগ্ন স্তুপের মত আমি,
অপেক্ষায় থাকি তোমায় , শুধু তোমায় দেখব বলে।
ঠিক ঐ জায়গায় , ঐ সময়।
কিন্তু , ব্যার্থ হয়ে ফিরে আসি প্রতিদিন।
ব্যার্থতার অপবাদ তো আজকের নয়
পদে পদে ব্যার্থ হয়ে সর্বশান্ত আমি।
তুমি বোধহয় আজকাল ব্যাস্ত ভীষণ
স্বামী , সংসার , বাচ্চা নিয়ে।
ভূলেই গেছো বোধহয়। নাকি,
বাস্তবতার বাজারে বিকিয়ে দিয়েছ মন?
বহুকাল আগে ,
যখন আবেগের নৌকায় চেপে
ভালোবাসার নদী পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতাম,
তোমার কৌতুহলী মনের প্রশ্নবাণে
জর্জরিত আমি উত্তর না দিয়ে হেসেছিলাম,
মনে পড়ে?
সেদিন মনের চঞ্চলতায়,
উত্তরগুলো ছিল বড্ডো অগোছালো।
সেই খেয়ালি মন হেঁয়ালি ঝেড়ে স্থির , শান্ত।
আবার যদি কখনো দেখা হয়
আবার যদি সেই প্রশ্নের ছোঁয়া লাগে
তবে উত্তরে কি বলব জানো ?
বলব -
শুধু তোমায় মন ভরে দেখতে চাই , আর একবার।
এলোচুল গুলো দক্ষিনা হাওয়ায় উড়বে দুলে দুলে
আমি সেই চুল গুছিয়ে দেওয়ার বাহানায়
আমার আঙুলগুলো আলতোভাবে ছুঁয়ে যাবে
তোমার কানের লতি।
তোমার চোখে আমার প্রতিবিম্ব। অবশেষে,
আরও একবার তোমার হাতে হাত রাখতে চাই
শেষবারের মত।
2 Comments
সুন্দরভাবে প্রকাশ পেয়েছে আবেগ।
ReplyDeleteধন্যবাদ ম্যাম 😊
Delete