আমি সেই 'তুমি'কে চাই -Bengali Poetry On Love & Reality
আমি সেই 'তুমি'কে চাই
যেমন ছিলে আগে।
সেই উষ্কোখুষ্কো চুল
যেমন ছিলে আগে।
সেই উষ্কোখুষ্কো চুল
সেই দামাল ছেলে কে চাই।
যাকে তর্কে হারানো দুঃসাধ্য ছিল।
যে প্রথম বসন্তের কৃষ্ণচূড়া পেড়ে এনে দিতো
কিংবা মাঝনদীতে ভেসে যাওয়া শালুক।
আমি 'তাকে'ই চাই।
আজও সেই পলাশবনে আগুন লাগে
ফাগুন মাসে
সেই আগুন হাতে খেলার 'তুমি' নেই।
সেই চড়ুই পাখির ঝাঁক আজও
আজও খোশমেজাজে সিলিং এ খড়কুটো গুজে
তৈরি করে তাদের বাসা।
শুধু দুপুর বেলায় আদর করার 'তুমি' নেই।
আমি সেই 'তোমায়' চাই
যার রাগ অতিথি পাখির মত
ক্ষনিকের কিন্তু মিষ্টি।
যার ডাকে হাজার লোক জড়ো হয়।
যার শ্লোগানে লাখো লোক হাত তোলে।
আমি 'তাকে'ই চাই ,
হ্যাঁ তাকেই চাই।
শূন্য জঠর তবুও
যার প্রতিজ্ঞা কঠোর ,
যে বাজারে বিকিয়ে যায় না ।
বাস্তবতার অঙ্ক যে নিজে হাতে কষতে জানে।
আমি সেই 'তুমি' কে চাই।
যে মনের জোরে পাথর ভাঙে কঠোর হাতে
আবার কারও হৃদয় ভাঙ্গার শব্দে
যে অশ্রু ঝরায় অবিরত
'তাকে'ই আমার চাই।
অনিয়মের পাহাড় ঠেলে
নিয়মকে যে আপন করে
সুপ্ত মনের গোপন কোনে
যে ভালোবাসার প্রদীপ জ্বালে
দহন জ্বালা সহ্য করে প্রতিবাদের ঝান্ডা তোলে।
দিনের শেষে অবশেষে
সেই 'তুমি' কেই চাই।
যাকে তর্কে হারানো দুঃসাধ্য ছিল।
যে প্রথম বসন্তের কৃষ্ণচূড়া পেড়ে এনে দিতো
কিংবা মাঝনদীতে ভেসে যাওয়া শালুক।
আমি 'তাকে'ই চাই।
আজও সেই পলাশবনে আগুন লাগে
ফাগুন মাসে
সেই আগুন হাতে খেলার 'তুমি' নেই।
সেই চড়ুই পাখির ঝাঁক আজও
আজও খোশমেজাজে সিলিং এ খড়কুটো গুজে
তৈরি করে তাদের বাসা।
শুধু দুপুর বেলায় আদর করার 'তুমি' নেই।
আমি সেই 'তোমায়' চাই
যার রাগ অতিথি পাখির মত
ক্ষনিকের কিন্তু মিষ্টি।
যার ডাকে হাজার লোক জড়ো হয়।
যার শ্লোগানে লাখো লোক হাত তোলে।
আমি 'তাকে'ই চাই ,
হ্যাঁ তাকেই চাই।
শূন্য জঠর তবুও
যার প্রতিজ্ঞা কঠোর ,
যে বাজারে বিকিয়ে যায় না ।
বাস্তবতার অঙ্ক যে নিজে হাতে কষতে জানে।
আমি সেই 'তুমি' কে চাই।
যে মনের জোরে পাথর ভাঙে কঠোর হাতে
আবার কারও হৃদয় ভাঙ্গার শব্দে
যে অশ্রু ঝরায় অবিরত
'তাকে'ই আমার চাই।
অনিয়মের পাহাড় ঠেলে
নিয়মকে যে আপন করে
সুপ্ত মনের গোপন কোনে
যে ভালোবাসার প্রদীপ জ্বালে
দহন জ্বালা সহ্য করে প্রতিবাদের ঝান্ডা তোলে।
দিনের শেষে অবশেষে
সেই 'তুমি' কেই চাই।
0 Comments