স্বপ্নওয়ালা এসেছিল একদিন
তুমি তো জানতে সে মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ একটি মেয়ে,দিন আনে দিন খায়।
রাস্তায় কিছু পছন্দ হলে কিনতে গেলে দুবার ভাবে,
তারপর মুখ ফিরিয়ে চলে আসে।
তুমি তো জানতে সে প্রচন্ড মেকাপ করে না।
চোখে কাজল,নাকে নথ,আর শাড়িতেই
সে খুব সচ্ছন্দ বোধ করে ।
গায়ে তাঁর সুগন্ধির ব্যবহার কম।
সে দু দিন পর পর রেস্টুরেন্টের বিল পে করতে পারে না।
অতিরিক্ত আলোর ঝলকানিতে তার মাথা ব্যাথা করে।
তুমি তো জানতে তাঁর অনেক নয়,হাতে গোনা ৪-৫ জন বন্ধু,আর বই, এবং পরিবার এটাই তাঁর জগৎ।
তাঁর বিশাল পরিবার না।
প্রচুর আত্মীয় তাও নেই
সে একদমই আধুনিক না।
সে বড্ড বেমানান এই যুগে।
তুমি তো জানতে ছাপোষা বাঙালি সে, শুধু দুমুঠো ভাত আর এক আকাশ ভালোবাসা হলে কাটিয়ে দিতে পারে অনন্ত কাল।
শহুরে আদপ কায়দায় তাঁর শ্বাস আটকে আসে,সে খুবই গ্রাম্য।
সে সংস্কৃতিকে আঁকড়ে বাঁচে।
সবই তো জানতে-না মানে হয়তো জানতে,জানার চেষ্টাটুকু করতেই পারতে, তাঁর আকাশে সব নেই এর মধ্যেও একটা স্নিগ্ধ দিক আছে_যা দিয়ে সারাটা জীবন সবুজ শ্বাস নিতেই পারতে।।
কথা ছিলো সে আগলে রাখতো যদি,অপর জন তাঁকে আঁকড়ে থাকতো আজীবন,আদৌ কি কথা ছিলো??? হ্যাঁ ছিলো-তবে সেটা একপাক্ষিক।
এত ভনিতা না করে খোলাখুলি তাঁকে বলতেই পারতে " চলে যাও"................. তাহলে আজ তাঁর অক্সিজেন এর ঘাটতি হতো না।
সেদিন যদি সে তোমার সরল মুখের পিছনে বিদ্রুপের তুচ্ছ হাসি টা বুঝতে পারতো।
Also read- তথাকথিত সুখ
Author: অনন্যা |
0 Comments