তথাকথিত সুখ
আমার ভারত ঝোড়ো কদম
নখরের চিহ্ন তার বুকে,
আমার ভারতের প্রতিটি মানুষ
দীর্ঘনিঃশ্বাস নিয়ে জীবন ভোগ করে
আজ আর কেউ দিন উপভোগ করে বাঁচে না।
আকাশ চ্যুত এক মনমরা দ্বেষপূর্ণ ধুমকেতু জ্বালিয়ে দিচ্ছে প্রতিটি কোণ,
দিন শেষে একবার চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ভাবুন তো আমরা সত্যিই কি বীভৎস সুখী?
আমানসিকতা,জীবন পথে এগিয়ে যাওয়ার তীক্ষ্ণ নিয়ম সত্যিই কি সুখের?
আপনি যা ভোগ করতে চান-তা কি আদৌ উপভোগ করেন?নাকি সাময়িক স্ফূর্তি আনে মনে?
0 Comments