Bengali love Short Poem

Bengali Short Poem

Bengali Short Poem

সামান্য অনামি গুল্ম   কত যত্নে ফুটেছে পাঁচিলে,  বসন্তে হারিয়ে যাবে,  শীতে যত চিঠি লিখেছিলে।
সামান্য অনামি গুল্ম 
কত যত্নে ফুটেছে পাঁচিলে,
বসন্তে হারিয়ে যাবে,
শীতে যত চিঠি লিখেছিলে।
পরিচিত পথ ধরে এসো   অপেক্ষায় আছি আমি   নীরবতা কথা বলে  সে কথা অনেক দামি।
পরিচিত পথ ধরে এসো 
অপেক্ষায় আছি আমি 
নীরবতা কথা বলে
সে কথা অনেক দামি।
ততক্ষণে শীত নেমেছে ভারী   আলোর শহর মুখ গুজেছে চায়ের কাপে  ধুসর পাখি ফিরবে ঘরে আজও  অগোছালো এলোচুলেও রঙবাহারি।
ততক্ষণে শীত নেমেছে ভারী 
আলোর শহর মুখ গুজেছে চায়ের কাপে
ধুসর পাখি ফিরবে ঘরে আজও
অগোছালো এলোচুলেও রঙবাহারি।
পড়ন্ত এক বিকেলবেলায় তোমার সাথে দেখা  বর্ষাকালের সজল বাতাস দোল খেলে যায় একা  মলিন তোমার লাজুক বদন , শরৎকালের ভোরে  তোমার আমার পুরোনো পিওন ডাক রেখে যায় দোরে।
পড়ন্ত এক বিকেলবেলায় তোমার সাথে দেখা
বর্ষাকালের সজল বাতাস দোল খেলে যায় একা
মলিন তোমার লাজুক বদন , শরৎকালের ভোরে
তোমার আমার পুরোনো পিওন ডাক রেখে যায় দোরে।
বৃষ্টি নামলে শহর ভেজে   ভেজে না মন আর আমি  শরীর ভেজানো ভীষণ সহজ   মন ভেজানো দামী।
বৃষ্টি নামলে শহর ভেজে 
ভেজে না মন আর আমি
শরীর ভেজানো ভীষণ সহজ 
মন ভেজানো দামী।
রঙের খেলায় বসন্ত মেলায় হেটে যাই নিধুয়া কানন  তুমি বল প্রিয় , আসব ফিরে , শুনব না কারও বারন।
রঙের খেলায় বসন্ত মেলায় হেটে যাই নিধুয়া কানন
তুমি বল প্রিয় , আসব ফিরে , শুনব না কারও বারন।


আমি সেই বসন্তের প্রত্যাশী  যেখানে কৃষ্ণচূড়ার  ডালে  রাধাচূড়া ফোটে রাশি রাশি।
আমি সেই বসন্তের প্রত্যাশী
যেখানে কৃষ্ণচূড়ার  ডালে
রাধাচূড়া ফোটে রাশি রাশি।
শুধু বসে থাকি চেয়ে পথপানে 
দিবস গনিয়া গনিয়া
তোমার বিরহে এই মন কাতর 
সহে না প্রিয় আর যাতনা।

Post a Comment

0 Comments