Author: অনন্যা
যখন চেয়ে থাকা একটি শ্রান্ত বিকেল নির্নিমেষে পথ হারায়,
সময় চক্রে কল্পনাটা যখন বাস্তবতার সৌন্দর্য্যের কাছে হার মানে।
তেজপাতা রং স্বপ্ন শীতলপাটির অবিরাম ঘুম চায় যখন,তখন তুমি আমার প্রিয় কবিতা।
নিঃস্বার্থ ভালোবাসার,ক্লান্তির সবুজ ঠিকানা তুমি,
অবুঝ আবেগ ও বাস্তব রূপ তুমি,
পেনের কালিতে শান্তির স্পর্শ তুমি,
নিঃসঙ্গতার বন্ধু তুমি,
প্রতিবাদী কথার ঝলস তুমি,
বেকার মানুষের মনের আগুন ও কান্নার ভাষা তুমি,
অন্ধকারে হাতড়ে বেড়ানো সোনালী আলোর ঝলক তুমি, কবিতা তুমি অনেকের প্রাণ!
তুমি কবিতা।।
0 Comments