কলমে: অনুপ কুমার পাল
ভালো থেকো মেঘবালিকা
তোমার অপেক্ষার প্রহর গুনতে গুনতে
আজ আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি
কি পেয়েছি ?
শুধু অবহেলা! একবার নয় বারবার অবহেলিত আমি
তোমার ঘৃনা ভরা চোখের চাহনিতে কোথাও যেন প্রেমের ছোঁয়া লেগে ছিল এতদিন,
ভেবেছিলাম রাগে নয়, হয়তো অনুরাগে প্রত্যাখ্যাত আমি,
এই ভেবে ভেবেই বারবার ফুলের ডালি সাজিয়ে তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি,
তোমার ব্যাস্ততাকে মুগ্ধ হয়ে উপভোগ করেছি।
সহস্রবার উপেক্ষিত আমি,
তবুও ভালোবাসি বলে ,ভালোবাসার দোহাই দিয়ে,
অপলকে চেয়ে থেকেছি।
আর তুমি?
আমার আবেগ আমার অনুভূতিকে
বারবার গুরুত্বহীন প্রমাণ করেছ।
ব্যার্থতার সুর শুনে শুনে আজ অভ্যস্ত হয়ে গেছি।
'না' শব্দটা আর মনকে পোড়ায় না।
নিকোটিনের ধোয়ার আঁচে ,
প্রতিমুহূর্তে নতুন অনুভূতির জন্ম নেয়,
প্রতিটা মিনিট , প্রতিটা সেকেন্ড এখন নতুনভাবে বাঁচি।
জানো অ্যালকোহলের তীব্র ঝাঁঝে
যখন দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে
ঠিক তখন তোমায় দেখি পরিপাটি এক বধূরূপে।
রোগা , নষ্ট , কষ্টের অনুভূতি গুলো
এক নিমেষেই যেন পাল্টে যায় ।
তখন আমি তোমাতেই বিভোর।
তুমি শুধুই কল্পনায় আমায় ছুঁয়ে যাও,
তোমার কথার বৃষ্টিতে আমার মন ভেঁজে সারারাত
তোমার অগোছালো রেশমী চুলে যখন বাতাসের ছোঁয়া লাগে
তোমার উদাসীনতাকে অনুভব করি
যখন তোমার দুষ্টুমি মাখানো দুষ্টু চোখের পাতা
মিষ্টি কথা বলে ইশারায়,
আমার আবেগের নদীতে বান ডাকে
আমি ভেসে যাই দুরে বহুদুরে
যেখানে নদী সাগরে হারায়।
জোছনা ভরা রাতে যখন
একমনে চাঁদের ভূগোল দেখ
তখন আমি তোমায় দেখি শুধু
মনের খাতায় কাব্য লেখে মন
অবশেষে কলির ঝামেলায়
বাস্তবতার ঠিক আগেই সমাপন।
এ কল্পনা বড় কঠিন, মিথ্যে শঠ প্রতারক।
বাস্তবতায় তোমার অস্তিত্বকে নিমেষেই মুছে দেয়,
টাটকা অনুভূতি গুলো এক নিমেষে মরে যায়।
কল্পনার অনুভূতি টুকু যেন হঠাৎ বজ্রপাতের এক ঝলক উজ্জ্বলতা ।
তারপর আবার সেই নিকষ কালো আঁধার
হাজার খুঁজলেও আলোর উৎস মেলে না।
সেই এক অন্ধকার , কালোয় ঢাকা।
0 Comments