অবসান Short Bangla Poem
কলমে: অনুপ কুমার পাল
যাক কালবৈশাখী শেষ
অবশেষে মেঘ কেটেছে আকাশের
হিমেল হাওয়ায় তালপাতার খসখস শব্দ শোনা যাচ্ছে
কোথাও যেন বাচ্চার কান্নার আওয়াজ
হয়তো সদ্যোজাত শিশু
ঝিঁঝিঁ পোকারা ডেকে চলেছে অবিরত
বাতায়নে এখন আর বিষন্নতা নেই
সন্ধাপ্রদীপের আলোয় উজ্জ্বল
স্বপ্ন গুলো পরাধীনতার শৃঙ্খল মুক্ত
তোমার আকাশের চাঁদ আমার বারান্দায় ও আলো দেয়।
তারাদের অবাধ্য খুনসুটি দেখে
শান্ত হয়েছে মন।
অদৃশ্য আয়নায় এখন স্বপ্নের প্রতিচ্ছবি
বাস্তবতায় যার অস্তিত্ব বিদ্যমান।
0 Comments