Author অনন্যা
প্রতিদিনই কালো রাত পার করে আলো মাখা দিন আসে,
প্রতিদিনই কোনো মানুষ কোথাও চোরের মতো বাঁচে।
প্রতিদিন কত খাবার লুটায় নানারঙা ডাস্টবিনে,
প্রতিদিনই কেউ খিদেয় মরে ফুটপাতে এক কোণে।
কত গদির তলায় লুকায় কত হাজার-কোটি টাকা,
কত বেকার মানুষ মরে বেঁচে থাকে, খায় পথে কত ধোঁকা।
বর্তমানের বাংলা আমার এভাবেই রোজ চলে,
অধৈর্য্য এই জীবন এখন লড়ার কথা বলে।
মন বাস্তবতার কঠিন হাতে হাত রেখে পথ চলে,
তবু এখনও মানুষের মন আবেগের কথা বলে।
আবেগ সমেত ভালোবাসা থাক প্রতিটি মনের ঘরে,
মানুষ থাকুক দ্বেষ ভুলে
সব মানুষেরই তরে।।
0 Comments