বাঁচা
অনন্যা চক্রবর্তী
মৃত মানুষ একদিন বাঁচার মন্ত্র শিখবে,
একদিন উঁচু দেয়াল পার করে বৃষ্টি ভেজা সকাল এসে শিয়রে দাঁড়াবে।
চাঁদের বুকে ঝরে পড়বে শিশির ভেজা পাঁপড়ি_
বিরতিহীন স্তব্ধতা একদিন গলা ছেড়ে গান গেয়ে বলবে এই পৃথিবী প্রেম শূন্য নয়।
থ্যাতলানো ঘাস একদিন নতুন প্রাণ পাবেই,
এই আশাতেই তো চাষার বাঁচা।।
0 Comments