যদি
অনন্যাউৎকৃষ্ট নিঃসঙ্গতা রোগে
অদ্ভুত অসহ্য এক মুক্তির দৃপ্ততা নিয়ে গর্বিত হবো আমি।
নিজেকে উৎসর্গ করে এক সত্য স্বাধীন অনাবিল আনন্দ মিছিলের শেষ পথচারিণী হবো আমি।
ক্ষয়হীন আশা একদিন হবো বদ্ধ উন্মাদ,গা থেকে বেরোবে পচা শবের দূর্গন্ধ,সুগন্ধি মাখার চেতনা থাকবে না আর।
থাকবে না বিরহ কাতর অশ্রু,থাকবে না দৈহিক আভরণ অথবা মুখোশ পরিধানের প্রয়োজন বোধ।
হবো বাউন্ডুলে অপেক্ষমাণ ভিখারী।হবো আমি খুব সাধারণ,কিন্তু একটু অন্যরকম,তবেই হয়তো স্বাধীন হবো,হবে খেয়ালখুশির অন্য জীবন।
হবো আমি বাউল সুরের একলা দুপুর,মেঠো পথে বাজবে যখন শান্তি স্বাধীন একতারা সুর।
চাইছি একটা অন্য কিছু,এমন একটু গনগনে আঁচ।জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো,আনব-শান্তি নিয়ম, নতুন সমাজ।
ভয় শূণ্য প্রেমিকা হবো,পথের ধারের আগাছা হবো,জমলে ধুলো মুছে নেবো, বৃষ্টি ধারায় পড়ব ঝরে,লুপ্ত চিঠির শক্তি ভরা সুপ্ত বদ্ধ পাগল হবো।।
0 Comments