চাই bangla short poem

চাই

চাই
অনন্যা
এই সময়  সব দিন  সব সময়
মৃত্যুময়,
তবু ডানায় গোধূলিকাল আঁকরে আগলে রাখতে চাই সবকিছু,
দিনান্তে আঙুল ছুঁয়ে যায় এক অনিশ্চিত বদ্ধ উন্মাদতা।

অসামান্য আগুন এসে আরও পুড়িয়ে দিক এই হৃদয়,
আর নির্যাস হিসাবে পড়ে থাকুক শুধু নিজ নিঃশ্বাস শোনা যায় এমন নিস্তব্ধতা_
আর রোবোটিক মন,
ইচ্ছা-একদিন হবো দূর্গন্ধযুক্ত পথের পাশে পড়ে থাকা উন্মাদ।।       

Post a Comment

0 Comments