সময় এখন | Bangla Short Poem

সময় এখন
সময় এখন

অনন্যা

মুহূর্তেরা বেনামী ঝড়েতে নত
নীল খামে মোড়া সবুজ সময় ক্ষত,
ধূসর জীবন বহতা নদীর মতো।

হৃদপিন্ডের ক্ষয়ে রাত নিদ্রাহীন,
হলুদ পাতার মতো ঝরে ঝরে যায় অনুভূতি,চৈত্রের বাতাসে
মেদ মজা গলে গলে দেখায় কঙ্কাল,
বেদনা প্রধান ছুরির আঘাতে আকাশ কাঁপে থরথর
ধূসর জীবন বহতা নদীর মতো।।

Post a Comment

0 Comments