Bangla Short Poem-ইচ্ছা | Bangla Choto Kobita

ইচ্ছা

ইচ্ছা
অনন্যা

"মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো"
বিপ্লবী মনুষ্যের হোক জয়,
             আমরা বোকা,রোজ রোজ হাজার ধোকা খেয়েও আমরা বোকাই থাকি।প্রতিবাদী মানুষের সংখ্যা এখনো লুপ্ত হয়নি,কিন্তু কেউ সুপ্ত প্রতিবাদী কেউ বা বাহ্যিক ভাবে। আসলে উপর মহলের শাসনের বসনবত ভৃত্যের ভিক্ষা চাই আমরা।
অনাহারে মৃত্যু,ধর্ষণ, সৈনিকদের মৃত্যু, ফুটপাতে ভিক্ষা,বেকারত্ব,সবকিছু সহ্য করেও আমরা প্রতিদিন একটু একটু করে বোবা হই।লোভের কাছে নিজেদের বলি দেই।
স্বাধীনতার এত বছর পর আদৌ কি আমরা স্বাধীন?? শাষনের আঁটসাঁট পরিকল্পনা থাকে-আর আমরা সাধারন মানুষরা বৃথাই চিৎকার করে হেদিয়ে মরি ।
পুতুল সেজে থাকার শাস্তি কি এখনো কি বুঝতে পারছি না আমরা??
হাজার প্রতিবাদী সপ্ন বাঁচুক, আগামিতে হোক মিলিত বিপ্লব,স্বাধীনতা আসুক নিজস্ব মানবিক বিস্তৃতিতে, মুষ্টিবদ্ধ হাত নিক্ষিপ্ত হোক। সুজলা সুফলা এই দেশ শান্তিপূর্ণ হোক।ভারত মায়ের চোখের জল মুছে যাক।

Post a Comment

0 Comments