জীবন তুমি অদ্ভুত | Bengali realistic poetry

জীবন তুমি অদ্ভুত

জীবন তুমি অদ্ভুত

উৎসর্গ : অরুনিমা মুখার্জি ( ম্যাম)

কখনো মনে হয় জীবন বড় অদ্ভুত 
বড় খামখেয়ালী , হেয়ালীতে ভর্তি
আবেগের নদীতে সে নৌকা নিয়ে চলে
 আবার বাস্তবতার ঝড়েই তার নৌকা ডুবি হয়।
গোধূলির রাঙা সূর্যের মতই উজ্জ্বলতা ভাবিয়ে তোলে
রূপকভাবে রূপকথা বলে যায় 
কিন্তু অধরাই রয়ে যায় সবটা 
রূপকথা বোঝার সময়টুকু ও পাওয়া যায় না।
গোধুলীর ক্ষনস্থায়ী রোদ্দুরের  মতই জীবন হারিয়ে যায়।
তার বলিদান ঘটে চিরসত্য মৃত্যুর কাছে।
লাভ ক্ষতির জটিলতা মুক্ত হয়ে 
সরল স্বাভাবিক ভাবেই তার সমর্পণ।
সে যে মুক্ত হতে চায়।
মুক্তি চায়।

Post a Comment

0 Comments