সঞ্চিত শব্দ ব্যয় করে তোমার সঙ্গে
নিরব সাগরের মৌন ঢেউয়ে
ভাষার শেষ সূর্যাস্ত দেখে যেতে চাই।
2. এক আকাশ চাহিদাহীন নিরলস শৃংখল মুক্ত ভালোবাসার আরেক নাম সর্বপাপঘ্ন অগ্নি।
3. সহজ অভ্যাসে ক্ষয় হই বারংবার
তবুও আকণ্ঠ তোমাতে ডুবে হতে চাই ছারখার,
কারণ তুমিটা আমার অভ্যাস
আমার অবসরের বিলাস ভোগের বস্তু নও।
4. সুখ মানুষকে যতটা বিভ্রান্ত করে
ঠিক ততো ভাগ পরিণত করে।
0 Comments