ছিলো না ভয়। Bengali short standard poem



কলমে: দিব্যেন্দু সরকার 

তবু চিরোনতুন। 
তবু শুভ দিন -- 
ভয়,-সেতো- ছিলো-মাত্র বিনোদন ,-
মানব সভ্যতা লড়াই করছে 
আদি থেকে অন্ত 
আসার মধ্যেই, যাওয়ার ইচ্ছে, ছিলো সর্বক্ষন।-- 
তাই ছিলোনা ভয়, ছিলোনা সংশয়-- 
ছিলো,নতুন এর যাত্রা-সর্বত্র।।

Post a Comment

0 Comments