ঝড় | Bengali Original Poetry




কলমে: দিব্যেন্দু সরকার।

যখন রুদ্ধ হয়েছে শ্বাস,- 
যখন ছিলো না বিশ্বাস 
ভীত বাতাস 
তখন!
বেঁচে থাকার,ভালো লাগার 
মুহূর্ত-গুলো-কে জাগিয়ে 
এসেছিলো একগুচ্ছ সতেজ স্বপ্নো।  
অনেক পুরোনো,
চাপা ছিলো পড়ে।-কালে-কালে 
হারিয়ে গিয়েছিলো,ব্যস্ততার-জালে।
আজ অবসরে           একটু -একটু করে 
জানান দিয়েছিলো সে,সামনে এসে 
ঝড় তুলেছিলো
বেঁচে থাকার।            আরও একবার 
গন্ধ তুলেছিলো বাতাস,-
আরও একবার সুন্দর লেগেছিলো 
আমার চারপাশ।।

Post a Comment

0 Comments