কলমে : দিব্যেন্দু সরকার।
তোমার গতি-পথ-জনাকীর্ণ অরণ্যে।
সবাই থাকবে,আসে-পাশে-
রাস্তা-টি-তোমার।
কেউ খবর রাখেনি,কেউ ছুঁতে পারেনি ,
কি যায় আসে?
রাস্তা-টি- কারো জন্যে ছিলো না।
অনেক কিছুই অন্য- এক-
শুধু তুমি হাঁটবে বলে, অধীর আগ্রহে পড়ে-ছিলো-
কতো ইতিহাস করেছে পার।
তোমাকেও দেখেছে হাতড়াতে,- ডেকেছে-বার-বার।
ব্যস্ত তুমি,-জন-অরণ্যের অংশ এক,-
মেলাচ্ছিলে -ঐকিক নিয়মে চলা-অঙ্ক -গুলো-
সেখান থেকে অনেক দূরে
যেখানে আস্তাকুঁড়ে
যেখানে জমেছিলো শ্যাওলা।-সেখান থেকে,উঠছিলো
তোমার রাস্তা।
শুধু তোমার জন্যে
একটি রাস্তা ছিল পড়ে-
জনাকীর্ণ- অরণ্যে।।
0 Comments