অবুঝ মন । Bengali pathetic love poetry

কলমে:   অনিষ বসাক

ওরে মন,তোকে আর ভুলাবো না। 
মিথ্যে প্রতিশ্রুতি তোকে  আর দেবো না। 
এবার তোর বিশ্রামের পালা, 
দিলাম ছুটি সকল চাওয়া পাওয়া। 
আড়াল করে নিলাম নিজেকে , 
এই সকল মিথ্যে মায়া আমি আর চাইবো না। 
তবু কেন বারেবার তুই চাস,ভুলবো না তাকে, 
ফেলে আসা দিন যখন কান্না হয়ে আসে দুচোখে, 
কি করে তাকে চাই! 
কি করে তাকে পাই! 
ওরে মন ____
কেন যে তুই বুঝেও তা বুঝিসনা! 
এ সকল মিথ্যে মায়া আমি আর চাইবো না। 

যারে খুঁজেছি যার মাঝে, 
যার স্বপ্ন দেখেছি সকাল সাঁঝে, 
সে যে অন্য কারো অন্য সুখে, 
বেঁধেছে ঘর ,বহু আশায় বুকে। 
তার সেই বুকে অন্যে থাকে,আমি থাকি না। 
ওরে মন ____
কেন যে তুই বুঝেও তা বুঝিসনা।

জানি____ তুই আমার বুকে ,
আছিস অনেক দুখে ,
এ বিরহ যন্ত্রণা তুই সইতে পারবি না। 
সইতে যদি নাই পারিস ,
তবে তুই কান্না হয়ে আমার চোখে ঝরে পড়না।
তবুও তুই তাকে পাবার বায়না ধরিস না। 
ওরে মন ____
কেন যে তুই বুঝেও তা বুঝিসনা। 
এ সকল মিথ্যে মায়া আমি আর চাবো না।
              

Post a Comment

0 Comments