উদাসী | bangla short poem


কলমে : অনন্যা চক্রবর্তী

শব্দরা নিঃশ্চুপ ঠিকই,
কথাগুলো আজও রোজ বাঁচে
পাঠক জানে না আজও  মলাটের
কোন কোন ভাঁজে,
ঠিক  কোন কথা লেখা আছে।
পাতা গুলো উল্টে যায় রোজ
শব্দ করে অর্থের খোঁজ
বেখেয়ালে কত কথা ভুল  করে  ভুল বুঝে,
বাদ দিয়ে ফেলি মোরা
মলাটের জমা ধুলো আরও‌ জমে রোজ।

Post a Comment

0 Comments