চলমান জীবন । Bengali realistic poem


কলমে : অনন্যা চক্রবর্তী

অদূর অতীতের আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি—
কিছু অস্পৃশ্য তুচ্ছ চাহনি
হাস্যকৌতুকময় কথোপকথন
চিতার বন্যা, ফুসফুসের আবার বেঁচে ওঠা ,
আবার লড়াই।
আবারো সমাজের ব্যারিকেডে
কাঁসর ঘন্টা , রুপোলি স্বপ্ন,  কর্তব্য উন্মত্ত  উল্লাস এর নেপথ্যে   আত্মিক লোভ অহং কর্তব্য ।
অতীতের নেগেটিভ চিত্র
অনিচ্ছুক কিছু বিচ্ছেদ  নাটকীয়তা
সামাজিক তুচ্ছ নিয়ম
নেতাদের উপরসা মিষ্টি মুখের পিছনে ছুরি...
অপরদিকে  কিছু বন্ধুত্ব  কিছু সান্তনা   উপদেশ
এই সব কিছুই ছায়া-সঙ্গী হয়ে থাকে।
সব কিছু মানিয়ে নেওয়ার গণ্ডি পেরিয়ে
 আমাদের নিশ্বাস থাকে অটুট।
আসলে কি আমরা  বাঁচি?
 অবশেষে জীবনটা গিয়ে দাঁড়ায় it's ok তে।
সবকিছু আমরা মানিয়ে নেই।
 বিবেচনার পথ  অস্পষ্ট প্রায়।
জীবন হয়ে ওঠে যান্ত্রিক।
চলার পথ প্রতি মূহুর্তে হয়ে ওঠে দূর্গম।
 কিন্তু চলে যায়..

Post a Comment

0 Comments