কলমে : দিব্যেন্দু সরকার।
কালো হচ্ছিলো সব
জীবন যুদ্ধের কলরব।
অর্থহীন হয়ে পড়ছিলো, অর্থ--যতো --
অন্ধকারে তাকিয়েছিলো
শেয়ালের না গোনা চোঁখ--
ধান হয়নি গাছে
দেনা সব রাখা আছে
মাঠ ছাড়াদের কাছে।-
মিলিয়ে যেতো কোলাহল
ক্লান্ত পৃথিবী একটু একটু করে
গুনছিলো প্রহর অক্ষরে-অক্ষরে
ক্ষিপ্ত চোঁখ আর শকুনের নোঁখ
রক্ত নিয়েছিলো মেখে
চেনা পথ-গুলো সব, গিয়েছিলো বেঁকে:
কালো সিঁদুরে মেঘ দেখে।
তুমি আসছিলে প্রত্যেক মনে-মনে
এমনই সন্ধিক্ষনে--
আগুন লেগেছিলো,শিহরণে-শিহরণে
হঠাৎ সরে গেলো সব
একি বৈভব!-
পেশী-গুলো ফুঁসছিলো, জমাট প্রতিরোধ
দিয়েছিলো হুঙ্কার
সে হুঙ্কার ছিলো ক্ষুধার
ছিলো পরিশোধ নেওয়ার
ছিলো মাথা নোয়ানোর বদলে
সামনে এগিয়ে যাওয়া-
দুঃসহ-তা-কে,হাসি-মুখে- পাওয়া।
সে সাহস তুমি দিয়ে যাও
অন্তৰ্নিহিতে, শক্তি তুমি দাও
তোমার রুদ্র-রূপে
হাসি ঝরে পড়ে-- বাঁচতে চায় মন নতুন করে ,
তুমি থেকে যাও ঘরে-ঘরে
প্রশস্তি নিশ্চুপে|
তুমি থেকে যাও মানবের সংসারে
তোমার আলো তে শান্তি পাই, ঘনো অন্ধকারে।।
0 Comments