কলমে: অনিষ বসাক
আমি আমাকে দেখেছি আমার দেয়ালের ভাঙা আয়নায়,
যেখানে হৃদয় খুনের রক্ত লেগে আছে এখনো।
নিদারুণ বিষাদ বেদনার অশ্রু শ্রাবণ মুছে ফেলতে পারেনি এখনো সেই দাগ,
যে দাগে আজো ঐ আকাশের চাঁদ কলঙ্কিত।
তার জ্যোৎস্না দিয়েছে ঢেলে সারা বিশ্বময়,
তবুও তার এতটুকু দীপ্তি পড়েনি আমার ভেজা বারান্দায়।
আমি আমাকে দেখেছি আমার দেয়ালের ভাঙা আয়নায়।।
অতীত নিয়েছি কুড়িয়ে চলতি পথে আগামীর সন্ধানে,
পায়ে মেখেছি হাজার কাটার ব্যথা,
ফুলের সুগন্ধি ছড়াবো বলে ঐ মনে ছিলো কতই না আকুলতা।
হিসাবের খাতায় হিসাব মেলাতে কতই না কাটাকুটি,
অবশেষে তার মিললো সমাধান যেখানে তার নেইকো কোনো জুটি।
স্বপ্ন ভাঙার তুফান এলো,খুলে গেলো চোখ।
অশ্রুতে আর নেইকো দুঃখ,ও বুকে রইলো না আর শোক।
হৃদয় আজ মরে গেছে, তাইতো সাজাই তার চিতা।
জ্বলবে আগুন ঝরবে না জল,এ জীবন তার হয়েছে প্রতি-হন্তা
বাঁচার মত বাঁচবো বলে দুঃখ দিয়েছি ফেলে,
বেঁচে থাকাটাই সার করেছি যদি একটু জীবন মেলে।
____________
0 Comments