করতে হবে। Bengali Inspirational poet6



কলমে : দিব্যেন্দু সরকার 

বলে রেখেছিলো অনেকে,
সরে গিয়েছে,-একে-একে।
       শুধু বললেই হবে-না- 
নামতে হবে বুক পর্যন্ত জলে
কাদায় ডোবাতে হবে শরীর, ডিঙোতে হবে প্রাচীর।
বলে তো রেখেছিলো অনেকে 
             দূর থেকে,
ঝাঁপিয়েছিলো,মাত্র ক-জন
কেউ-কেউ-সুবিধেও নিয়েছিলো  
আজকে পালাবে, ছোটো হয়ে আসছে সে জায়গা 
থমকে জনপথ।
আজকে দাঁড়াতেই হবে রাস্তায়
কতো যুগ,কেমন ভাবে থমকে যায়
তার সাক্ষী ছিলো প্রত্যেকটি মানুষ।
বলে যাওয়া কথার দায়িত্ব 
আকাশের নিচে সার দিয়ে বিছানো আজ 
নতুন এর জন্য পরে থাকা কাজ।
শ্বাস-রুদ্ধ-পৃথিবী 
কোথাও,জায়গা নেই 
স্থির মানবের সংসার, স্থির সংখ্যা 
একটি ঝড়ের-অপেখ্যা।


Post a Comment

0 Comments