ক্রান্তিকাল । Bengali realistic poetry


কলমে: হাবিবুল ইসলাম

ওরা আসছে
আবার তোমার হাতে পরাধীনতার শৃংখল
পরাবে বলে।
ওরা আসছে, ওদের চোখে জ্বলছে
প্রতিহিংসার আগুন।
ওরা,
সাম্প্রদায়িক সম্প্রীতির বুকে
ঘৃণার পেরেক ঠুকে দিয়ে আরও একবার
রক্তগঙ্গা বহাতে চায়।
ওরা,
অসাম্প্রদায়িক চেতনার মুখে
কলঙ্কের কালি লেপে,
ভাইয়ে ভাইয়ে হানাহানি বাধিয়ে দিতে চায় ।
সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে
ওরা খেলবে রক্ত হোলি।
কিছু নিষ্পাপ মানুষ বলে প্রতিহিংসার বলী।
হে জাতি,
আর কালক্ষেপণ করোনা,
এখনই চোখ খোলো।
এ দেশের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা।
চারপাশে নিকষ কালো অন্ধকার,
আলো দেখানোর কেউ নেই।
ওরা,
হিংস্র ছোবল দিয়ে কেড়ে নিতে চায় শান্তি।
ওদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে
গুটি কতক প্রতিবাদী কবির কলম।
ওরা
কেটে ফেলতে চায়
বিদ্রোহী কবির উদ্ধত তর্জনী।
হে জাতি
জেনে রাখো,
ওরা মোটেও একা নয়,
ওদের সাথে আছে একশ্রেণীর চাটুকার বুদ্ধিজীবী।
ওরা অনর্গল ওদের শেখানো বোল
বলে যাবে।,
এরা,
ওদের সব নষ্ট কাজকে
চাটুকার শব্দমালা দিয়ে যৌক্তিকতা দেবে।
ওরাই আবার দেশ প্রেমের পাঠ শিখাবে আমাদের।
সমগ্র জাতির সামনে যখন ক্রান্তিকাল
তখন,
ঘোঁত ঘোঁত করতে থাকা
এই শুয়োরের পাল
ওদের পদ লেহন করবে।
ওরা,
দিনে দিনে আরো হিংস্র হয়ে উঠবে,
ভূলুণ্ঠিত করবে
হাজার বছরের পুরনো ঐতিহ্যকে।
মানবতাকে উলঙ্গ করে
ওরা পিশাচের হাসি হাসবে।
হে জাতি,
জেগে ওঠো।
তোমাদের সামনে অপেক্ষা করছে ক্রান্তিকাল।
অত্যাচারীর রোষানলে
দাউ দাউ করে জ্বলে ওঠবে সমগ্র জনপদ।

Post a Comment

0 Comments