মা', যখন বলছেনা মাতৃভাষায়
জাতি যখন অস্তমিত
মুখ লুকিয়েছে শোক ছায়ায়
আমি দাঁড়িয়ে গোধূলি বেলায়
চিৎকারে-মা'কে ডাকি-
কাতর অসহায়।
মাটি খুঁড়ে খুঁজি সমাধিস্থ স্বর্ণযুগ
ইতিহাসের পাতায়।
হাহাকার শুনতে পাই
তারা জেগে ওঠে মাটি ভেদ করে
অস্তিত্ব রক্ষিত, ফুল দিয়ে সাঁজে বেদির ওপরে
বছরে-বছরে
গান বাজে
ভারত ছাড়ো অনেক শোনা, হুঙ্কার ফেরে
অতীত সামনে এসে দাঁড়ায় এক-এক করে
বলে,"যে ভাষায় দেশ দিয়েছিলো সারা
যে জাতি উচ্চ করেছিলো শীর
আজ দেখি ভেসেছে প্রাচীর
আজ দেখি শেকলে পড়েছে বাধা
জাতি দেখি দিশেহারা।"
আমি বলি,"মাতৃ-ভাষা ভুলেছে, "মা'' যখন
অপেক্ষা করো কিছুক্ষন
উঠবে ঝড়
দাঁড়াবে প্রাচীর
উঠবে আলোড়ন, আসবে জাগরণ।"
0 Comments