মাটিতে ঘুরলো চাকা | Bengali standard poem


কলমে : দিব্যেন্দু সরকার

মাটিতে ঘুরলো চাকা!!
বুদ্ধি দিয়ে,সেটা ছিলো সবচেয়ে বড়ো আবিষ্কার।  
দাঁড়ানো সম্ভব-ছিলো-না-আর-
অগ্রগতির প্রথম প্রদক্ষেপ।    
অবাক মানুষ,মুষ্টি নিয়েছিলো বেঁধে,
বুদ্ধিতে লাগলো নেশা 
কেউ দেয়নি বাধা,কেউ করেনি হস্তক্ষেপ
তাঁরা বুদ্ধি কে কিনেছিলো,করেছিলো ব্যবহার। 
সবাই খুশি ছিলো 
সে হাওয়ায় ছিলো-এক আনন্দ মেশা 
সে ছিলো অগ্রগতি।
মানুষ,কবে যেনো আলাদা হয়ে গেলো জঙ্গল থেকে
নিজেকে একটি উচ্চতর বৃত্তের মধ্যে রেখে 
ডুব দিয়েছিলো আগুনে তাই 
একটু-একটু-করে। 
বুদ্ধির লড়াই
আকাশ-টা-কে-চাই,
আরও-আরও- 
সহজ আকাশ-টা-ঢাকা পড়ছিলো তাই। 
ভেঙে যাচ্ছিলো জীবন, 
ভাঙছিলো সভ্যতা-ভেঙে যাচ্ছিলো পরিবার
সে ছিলো অন্য এক,অগ্রগতি। 
ভবিষ্যৎ করছিলো গ্রাস,দেখাচ্ছিলো ভয়
কেউ  কারও  নয়।

এক বট-বৃক্ষ 
একা দাঁড়িয়ে আজ,হারিয়েছে পরিচয়। 
একদিন গড়িয়েছিলো যে চাকা 
আজ ঝাপসা আলোয় 
হারাচ্ছে গতিপথ।
মিলছেনা-রাস্তা
থামছে-না-নেশা 
কালো,ধোঁয়ায়,জীবন আজ মেশা।

তবু থামছেনা-ঘুরছে চাকা,বাড়ছে হাতিয়ার। ।





Post a Comment

0 Comments