কলমে : দিব্যেন্দু সরকার
আজকে খুশি ছিলাম আমি।
ভালো গিয়েছিলো দিন-
স্বস্তি তবু আসছিলো না,
একটি দিন ও কাটেনি চিন্তা-হীন-
প্রত্যেক মাসের নির্ধারিত লক্ষ
পার করে যাচ্ছি,-সফল হচ্ছি
কেউ সত্যি খুশি হচ্ছে
কেউ ঈর্ষান্বিত।
আমি খুশি হবো,-সেই অবসর, দেয়নি,আমাকে।
একটি লক্ষ্যের পড় আরও একটি লক্ষ্য
ছিলো আমার জন্য রক্ষিত।
কি করছি আমি?
জানিনা|
কেনো করছি?
জানিনা|
শুধু শুনেছি,কারও-কারও-মুখে,"আমি দক্ষ"|
ওরা বলছে,তাই করছি
ওরা বলছে,তাই ছুটছি
ওরা বলে দিচ্ছে সব,
"আমার জীবন"|
করতে হবে
কেনো?- এটা নাকি প্রয়োজন|
প্রয়োজন-টা-কতোটা?
জানিনা।
শেষ কি করলাম,-কি-পেয়েছিলাম-জানবো না।
শুধু জানি,
ওরা বলবে
"না করলেও চলতো,-কেউ বলবে,-"জীবন ঠিক যেতো"
অন্য কোনো ভাবে,"ঠিকই হতো"|
এক দিন,কুড়িয়ে নেওয়া হাজারও সফলতা
যা ছিলো সঞ্চিত অহঙ্কার,সমর্পিত আগুনে
আমি,দূর অস্তগামী|
0 Comments