আমার পৃথিবীতে?
এক মহাকাব্য রচনা র সৃষ্টিতে।
সকলের ভিড়ে,ব্যস্ততার মাঝে,
হাজার নক্ষত্র কাজে
হঠাৎ হয়েছো উদাসীন।
অস্থির চোখ ক্লান্তিহীন
খুঁজেছে কাউকে,
শুধুই খুঁজে চলেছো
যা ছিলো রাখা, তোমার জন্য কেবল।
তুমি জানতে
ডাক দিয়েছিলো অতল,
স্থির হতে দেয় নি।- তাই চঞ্চল
তাই পারোনি দিতে
পারোনি এক হতে
রাত এর বিছানায় বলতে পারোনি
তুমি আছো,আকাশ-গঙ্গা-পথে।
আমিও লিখে গেছি, শুধু
খাতায়-খাতায়-
অঙ্কের পাতায়-পাতায়-
শুধু দাগ কেটে গেছি
প্রত্যেক ক্ষতে। তোমার অস্তিত্ব অনুভূত।
হয়তো চোখ পড়েছিলো,কখনো
অক্ষেয়ালে,কিছুক্ষনের জন্য
সরিয়ে নিয়েছো সে চোঁখ।
বলা হলো না,ভালো থেকো
আকাশ-গঙ্গা-পথে
আমাকে রেখো।।
0 Comments