কলমে : কণিকা বর্মন
শুয়ে বসে সুখটি শুঁকে
ফোনালাপে হাস্যমুখে
শীর্ণ দেহে জীবন গড়া
আত্মকথায় ডায়েরি ভরা
দুলকি চালে সর্বক্ষণ ব্যস্ততারই রেশ
আলো-ছায়ার চলমানে দিব্যি আছি বেশ।
সূর্য ওঠা শিশু প্রভাত
বিজলি বাতির ঝলকানো রাত
কলহ বিবাদ হট্টমেলা
বধির সেজে এড়িয়ে চলা
ঘরোয়া যত কূটকচালি বিক্ষোভ বিদ্বেষ
ন্যায়-অন্যায় শিকেয় তুলে দিব্যি আছি বেশ।
কালচক্রে পাল্টে যাওয়া
উল্টোপথে চলতি হাওয়া
ধরনধারণ আলাপ-সালাপ
চমকপ্রদ কীর্তিকলাপ
স্মরণ বরণ স্মৃতিচারণ আস্বাদিত লেশ
বাঁচা-মরার তত্ত্ব ভুলে দিব্যি আছি বেশ।
শিক্ষাদানে শিক্ষাগ্রহণ
পুঁথি পাঠে স্বপ্ন পূরণ
অবসরে একলা থাকা
স্মার্টফোনে বিশ্ব দেখা
নিকেল করা হৃদযন্ত্রে লুক্কায়িত ক্লেশ
বাবা-মায়ের ছত্রছায়ায় দিব্যি আছি বেশ।
0 Comments