কলমে : সুকান্ত আচার্য্য
জানালার কাছে বসে উদাস মনে পুরোনো কথা ভাবছিলেন আরতি দেবী। দেখতে দেখতে চোখের সামনে একমাত্র ছেলে বড় হলো। লেখাপড়া শিখে বড় কোম্পানী তে চাকরি পেল, বাড়িতে বৌমা এল। না, কখনোই তিনি বৌমাকে নিজের কাছে আটকে রাখেন নি। ছেলে কলকাতায় একা ফ্ল্যাটে কি করে থাকবে! নাতিটাও হয়েছিল ঠিক তার বাবার মত ফুটফুটে। যেদিন তার স্বামী দেহ রাখলেন তার ঠিক একমাসের মধ্যে ছেলে এসে বলল যে গ্রামের বাড়ি, জমিজমা সব বিক্রি করে দেবে। ভিটেমাটি ছেড়ে যাওয়ার জন্ত্রনাতে এই ভেবে স্বস্তি পেলেন, শেষ জীবনটা না হয় নাতির সঙ্গে হেসে খেলে কাটিয়ে দেবেন। কিন্তু অদৃষ্টের পরিহাস!
এইসব ভাবতে ভাবতে বৃদ্ধাশ্রমের কেয়ার টেকারের ডাক কানে এলো, "জলখাবারের সময় হয়েছে"। এই ডাকটি হয়তো বৌমার কাছ থেকে শুনতে চেয়েছিলেন। চোখ মুছতে মুছতে টেবিলে রাখা স্বামীর ছবিটার দিকে তাকিয়ে বললেন, " দেখেছো, মায়ের এতটুকু পেটে ছেলের জায়গা হয়, তবু ছেলের এতবড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয়না"।
0 Comments