ইচ্ছেমতন বসছিলো।
আমি যেখানে দাঁড়ি দিয়েছিলাম
চোঁখ সরাতেই কমা-চিন্ন পেলাম
সবগুলি বসেছিলো, নিজ জায়গা থেকে একটু দূরে-
জিজ্ঞাসাচিহ্ন দাঁড়ি-কে দিলো ছুঁড়ে
অধিকার নিয়েছিলো কেঁড়ে,
আমি বললাম,"দাঁড়ি-ই তো ছিলো ঠিক
বসলে কেনো?"
জিজ্ঞাসাচিহ্ন বললো," সেটাই তো সবচেয়ে বড়ো প্রশ্ন?
এভাবেই চলে এসেছো তোমরা
বুঝেও বুঝতে চাওনা যেনো
থাকো মুখ লুকিয়ে
অযথা আনো দাঁড়ি।
আমরা কেবল জিজ্ঞেস করে যাই,
আর বেশি কি করতে পারি?"
আমি বলি,"বসার আগে জায়গা ছাড়া অন্যায় জানো?"
বললে,সীমাবদ্ধ করোনা আমাদের
চলতে দাও,যেতে দাও,লক্ষের সন্ধানে
উঠতে দাও ঝড় জনতার মাঝখানে
আনতে দাও শেষ যতিচিহ্ন-বেঁচে থাকার সম্মানে।
আমার লেখার দায়িত্ব,নিজেরা নিয়েছে ওঁরা।
আমি চুপ করে দেখি, কতো-কতো চিহ্ন
বসে আছে, যেখানে-সেখানে।
0 Comments