এক কাপ চা
রোজ সকালে পাই , হাতের কাছে।
এক নতুন উষ্ণতায় সকাল শুরু হয়।
কোনও দিন হয়তো সকালে পাশ ফিরে শুয়েছি
চোখে জড়ানো ঘুম।
হঠাৎ যেন ঘ্রানেন্দ্রিয় সজাগ হয়ে উঠল
বুঝলাম সে এসে গেছে।
সঙ্গে রয়েছে পেয়ালা ভর্তি গরম চা।
ডাকাডাকির পর ক্লান্ত উনি
অবশেষে নাকের উপর চিমটি কাটলো আলতোভাবে।
জানি রাগ নয় অনুরাগে ছুঁয়ে দিল একটুখানি।
বিরক্তি প্রকাশে ব্যার্থ আমি
তার হাত ধরে বললাম
কি দরকার ছিল?
চা ছাড়াও তো বেশ চলে,
সে মুখ বেঁকিয়ে বলল,
তাই বুঝি!
আচ্ছা থাক , কাল থেকে…
এভাবেই মান অভিমানের পালা চলে
এক কাপ চা নিয়ে।
কিন্তু প্রতিদিনই নতুন উষ্ণতায় ভরা
এক কাপ চা আসে,
আমিও আকন্ঠ পান করি
কারন , এই চায়ে যে তার স্পর্শ রয়েছে।
ভালোবাসার স্পর্শ।
2 Comments
ভালো লিখেছ
ReplyDeleteThanks madam 😊
Delete