কলমে : দিব্যেন্দু সরকার
মৃত্যুকে পেয়েছি অনেক-বার
একটি জীবনে।-জে,এসেছে-বাড়ে-বার
বসিয়েছে দরবার
আলিঙ্গন করে গেছে, আমার কাছে।
ভেবেছি, পরাজিত করে
পাঠিয়েছিলাম, তেপান্তরে-
মুহূর্তে,ভেঙেছে-সে-ভুল,
আমাকে জড়িয়ে, সে,দাঁড়িয়ে আছে।-
ভয় পাবো বলছো?
আমি রোজ পাই তাকে-
ধ্বনি -বাজে,গন্ধ আসে নাকে-
সমাজের চোঁখে
বিবেক এর কাছে
তোমার চোঁখেমৃত্যু আমার বাজে।
নতুন করে ভোলাই
ব্যস্ততার মাঝে- কাজে-অকাজে-
দূরে- দূরে- রাখি-
কেমন করে রোজ, নিজেই করেছি,- তাঁর আহ্বান
নিজেকে করেছি যতোবার, মাথা-নতো-
আমার জীবনের প্রতি-টি-দিন, তাঁর করে থাকি।
মৃত্যু-কে,ভয় পাবো বলছো?।।
0 Comments