প্রথম পরিচয় romantic poetry

প্রথম পরিচয় Romantic poetry


 প্রথম পরিচয় Romantic poetry


কলমে: অনিষ বসাক

নিঝুম রাত ,
বাইরে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে ।
সুদূর আকাশে একটু একটু অশনির আগমনে বৃষ্টির আভাস ।
হালকা শীতল বাতাস,
দক্ষিনের জানালা দিয়ে
আমার সারা শরীরে শিহরণ জাগিয়ে ,
মনে করিয়ে দিলো__
তোমার আমার সেই প্রথম পরিচয়।
হালকা গোলাপী শাড়ি,এলো চুলে,
নীরবে ঠায় বসেছিলে সাগর কূলে!
হয়তো সাগরের ঢেউ গোনার ছলে,
হারিয়ে ছিলে কোনো স্মৃতির মেলায়!
ঠিক তখনি__আমি তোমার পাশে গিয়ে দাড়াতেই
তুমি পাশ ফিরে চাইলে আমার দিকে।
সেদিনের কিছু মুহূর্তের সেই অপলক দৃষ্টি
আমি আজও ভুলিনি।
তোমার সেই চোখে তখন আমি দেখেছিলাম
অগণিত জিজ্ঞাসা।
কার তরে বুঝিনি!
কিন্তু মনে হয়েছিলো,
সমস্ত প্রশ্নের উত্তর আমার জানা।
দৃষ্টি এড়াতে পারিনি।
তোমার সেই করুণাময় ছল ছল চোখ,
আমি আজও ভুলিনি ।
তুমিই প্রথম চোখ নামিয়ে ছিলে,
আর বলেছিলে -
জীবনটাও সাগরের ঢেউ এর মতন , তাই না ?
তীর পাবার অভিলাষে ,
বারবার আসে ,
আবার ফিরেও যায় ।
উত্তরে আমি বলেছিলাম ___
তবুও কিন্তু ওদের চেষ্টা থামে না ।
তুমি বলেছিলে ___
জীবনের সব কিছুই কি বারবার চেষ্টা করা যায় ?
এমন কিছু আছে __যা একবার হারিয়ে গেলে,
বারবার চেষ্টা করেও তাকে আর ফিরে পাওয়া যায় না।
আমি বলেছিলাম ___
তা হয়তো পাওয়া যায় না ঠিকই , কিন্তু__
জীবনতো সেখানেই শেষ নয়।
জীবন মানে নতুন করে বাঁচতে শেখা।
জীবন মানে আবার নতুন করে কিছু পাবার অভিলাষ।
পুরোনোকে অনুসরণ করে,হাসি মুখে
আগামীর পথ চলাই জীবন।
সেই থেকে ২০টা বছর তোমার আমার এক সাথে পথ চলা ।
কিন্তু ___
আমাদের এই জীবনের মাঝ পথেই
তুমি আবার হারিয়ে গেলে ।
আমি বারবার চেষ্টা করেও আর তোমাকে ফিরে পাবো না!
তাইতো আজও তোমার সেই কথা বাজে,
 বুকের মাঝে___
এমন কিছু আছে যা একবার হারিয়ে গেলে, বারবার চেষ্টা করেও তাকে আর ফিরে পাওয়া যায় না ।
          _______________

Post a Comment

0 Comments